৪০তম বিসিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ :

১। বাজারে প্রচলিত কোক জাতীয় পানীয়র বোতলে কোন গ্যাস থাকে ?
= কার্বন -ডাই- অক্সাইড
২। বাজারে প্রচলিত আলুর চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে ?
= নাইট্রোজেন ।
৩। জ্বালানি পোড়ালে বায়ুতে কী বাড়ে?
=কার্বন ডাই-অক্সাইড
৪। ডিজেল পোড়ালে কোন গ্যাস উৎপন্ন হয় ?
= সালফার ডাই অক্সাইড
৫। সাধারণ বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস থাকে ?
= নাইট্রোজেন
৬। টিউব লাইটে কোন গ্যাস ব্যবহার করা হয় ?
= আর্গন
৭ । বাজার হতে আমরা যে গ্যাস সিলিন্ডার আনি সেখান থেকে কোন গ্যাস পাওয়া যায় ?
= বিউটেন
৮। নিষ্ক্রিয় গ্যাস কয়টি ?
= ৬টি । হিলিয়াম , নিয়ন , আর্গন , ক্রিপটন , জেনন , রেডন ্
৯ । সূর্যে থাকে কোন গ্যাস ?
= হাইড্রোজেন
১০ । পারমানবিক বোমা তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
= হাইড্রোজেন ।
১১। ডুবরিরা ও উড়োহাজাজে কোন গ্যাস ব্যবহার করা হয় ?
= হিলিয়াম
১২। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোন গ্যাস ?
= কার্বন-ডাই-অক্সাইড
১৩। কোন গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে ?
= অক্সিজেন ।
১৪ । কোন গ্যাস আগুন নিভাতে সাহায্য করে ?
= কার্বন -ডাই- অক্সাইড
১৫। গ্রীন হাউস গ্যাস কোন গুলো ?
মোট ৪টি
= • জ্বলীয় বাষ্প,৩৬-৭০%
• কার্বন ডাই অক্সাইড,৯-২৬%
• মিথেন,৪-৯%
• ওজোন,৩-৭%
১৬। বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কী পরিমাণ বেশি হলে কোন প্রাণী বাচতে পারে না ?
= ২৫ শতাংশ
১৭ । বায়ু দূষণের জন্য দায়ী কোন গ্যাস ?
= কার্বন মনো অক্সাইড
১৮। পচা ডিম থেকে কোন গ্যাস বের হয় ?
= হাইড্রোজেন সালফাইড
১৯ । ইউরেয়া থেকে কোন গ্যাস বের হয় ?
= নাইট্রোজেন
২০ । বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত ?
= ৭৮.০৯%
২১। LPG stands for
= Liquefied petroleum gas
22. LNG stands for
= Liquefied natural gas > রপ্তানিতে কাতার শীর্ষে
২৩। বাংলাদেশে LNG স্টেশন কোথায় স্থাপিত হচ্ছে ?
= মহেশখালী
২৪। বাংলাদেশে বর্তমানে কতটি গ্যাস ক্ষেত্র রয়েছে ?
= ২৭টি ।
২৫। বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র কোনটি?
= তিতাস

Comments

Popular posts from this blog

বিভিন্ন খাদ্যে বিদ্যমান এসিড ও উপাদান এবং কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়........

২১ শে ফেব্রুয়ারি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান:

কিছু গ্রন্থের উপজীব্য বিষয়