সাধারণ জ্ঞান.2

১। মস্তিস্কের পর্দার নাম কি=

=মেনিনজেস

০২। হৃদপিন্ডের পর্দার নাম কি==

=পেরিকার্ডিয়াম

০৩। ফুসফুসের পর্দার নাম কি==

=প্লুরা

০৪। যকৃতের পর্দার নাম কি=

=গ্লিসনস ক্যাপসুল

০৫। অস্থির পর্দার নাম কি=

=পেরি অষ্টিয়াম

০৬। তরুণাস্থির পর্দার নাম কি =

=পেরিকন্ডিয়াম

০৭। স্নায়ুতন্ত্রের গঠনের একক কি=

=নিউরন

০৮। রেচনতন্ত্রের গাঠনিক একক=

=নেফ্রন

০৯। কঙ্কালতন্ত্রের গাঠনিক একক=

=অস্থি

১০। যকৃতের গাঠনিক একক=

=হেপাটোসাইট

১১। মাংশপেশীর গাঠনিক একক==

=মায়োসাইট

১২। ফুসফুসের গাঠনিক একক=

=এলভিওলাই

১৩। মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি=

=হাইপোথ্যালামাস

১৪। কোন রস যা মর্করা বা আমিষ উভয়কে পারিপাক করে =

=অগ্ন্যাশয় রস

১৫। মানুষের লালায় কোন রস থাকে=

=টায়ালিন

১৬। কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাধায়=

=রেনিন

১৭। HCL কোন কোষ থেকে নিঃসৃত হয়=

=প্যারাইটাল কোষ

--------------------------------------------------

১৮। যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ
করতে সাহায্য করে ভিটামিন ‘K’ (২৬তম
বিসিএস)।

১৯। যে হরমোনের অভাবে ডায়াবেটিস
রোগ হয় ইনসুলিন (২০তম বিসিএস)।

২০। কচুশাক বিশেষভাবে মূল্যবান যে
উপাদানের জন্য লৌহ (১০তম বিসিএস)।

২১। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে
অক্সিজেন ও গ্লুকোজ। (১০ তম BCS )

২২। মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের
উপর মেলানিন (২৭তম বিসিএস)।

২৩। এনজিও প্লাষ্টি হচ্ছে হ্রৎপিন্ডের বন্ধ শিরা
বেলুনের সাহায্যে ফুলানো। (২১ তম BCS)

২৪। মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য ১৮
ইঞ্চি (প্রায়) (২৮তম বিসিএস)।

---------------------------------------------------

২৫। আপেলে কোন অ্যাসিড থাকে ?
==
ম্যালিক অ্যাসিড
২৬। আমলকিতে কোন অ্যাসিড থাকে ?=

= অক্সালিক
অ্যাসিড

২৭। কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা
বলে ? =

=এবি গ্রুপ কে

২৮। আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক
করে ? =

=পেপসিন

২৯। ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ?=

=অগ্নাশয়ে

৩০। কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত
দিতে পারে ? =

=পুরুষ

৩১। কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা
বলে ? =

=ও গ্রুপ

Comments

Popular posts from this blog

বিভিন্ন খাদ্যে বিদ্যমান এসিড ও উপাদান এবং কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়........

২১ শে ফেব্রুয়ারি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান:

কিছু গ্রন্থের উপজীব্য বিষয়