পদার্থ বিজ্ঞানের প্রশ্ন উত্তর.......

প্রশ্নঃপদার্থের ক্ষুদ্রতমা কণা কি?
উত্তর: অণু।
প্রশ্নঃ পদার্থের স্থায়ী মূল কণিকা
উত্তর: ইলেকট্রোন, প্রোটন ও নিউট্রন।
প্রশ্নঃ তেজস্ক্রিয় রশ্মিতে থাকে
উত্তর: আলফা, বিটা ও গামা কনিকা।
প্রশ্নঃ পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা
উত্তর: পরস্পর সমান।
প্রশ্নঃ পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ বলকে বলে
উত্তর: অভিকর্ষ বল।
প্রশ্নঃ বরফ গলনের সুপ্ত তাপ
উত্তর: ৮০ ক্যালরি।
প্রশ্নঃ সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি
উত্তর: ৩৩২ মিটার/সেকেন্ড।
প্রশ্নঃ সুর্যোদয় ও সুর্যাস্তের সময় আকাশ লাল দেখায়
উত্তর: লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে।
প্রশ্নঃ সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি
উত্তর: সৌর রশ্মি।
প্রশ্নঃ পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না
উত্তর: মধ্যাকর্ষণের জন্য।
প্রশ্নঃ প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারন
উত্তর: উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
প্রশ্নঃ সে: তাপমাত্রায় পানির ঘনত্ব
উত্তর: সর্বোচ্চ
প্রশ্নঃ ইউরেনিয়াম, নেপচুনিয়াম প্লুটোনিয়াম হল
উত্তর: তেজস্ক্রিয় পদার্থ।
প্রশ্নঃ উন্নত ধরণের বিস্ফোরোক আবিষ্কার করে ধনী হয়েছিলেন
উত্তর: আলফ্রেড নোবেল।
প্রশ্নঃ ডিজিটাল ফোনের প্রধান বৈশিষ্ঠ
উত্তর: ডিজিটাল সিগনাল ডেটাবেজ।
প্রশ্নঃ পীট কয়লা –
উত্তর: ভিজা ও নরম।
প্রশ্নঃ তাপ আটকা পড়ে তাপমাত্রা বৃদ্ধিকে বলে
উত্তর: গ্রীনহাউজ ইফেক্ট।
প্রশ্নঃ পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃস্টি করাকে বলে
উত্তর: ফিউশন বিক্রিয়া।
প্রশ্নঃ বায়ু এক প্রকার
উত্তর: মিশ্র পদার্থ।
প্রশ্নঃ লোহার উপর দস্তার প্রলেপ দেয়াকে বলে
উত্তর: গ্যালভানাইজিং।
প্রশ্নঃ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে
উত্তর: মরিচিকায়
প্রশ্নঃ পানি বরফে পরিণত হলে
উত্তর: আয়তনে বাড়ে।
প্রশ্নঃ বৈদুতিক বাল্বের ফিলামেন্ট তৈরী
উত্তর: টাংস্টেন দিয়ে।

Comments

Popular posts from this blog

বিভিন্ন খাদ্যে বিদ্যমান এসিড ও উপাদান এবং কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়........

২১ শে ফেব্রুয়ারি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান:

কিছু গ্রন্থের উপজীব্য বিষয়