General Knowledge(সাধারণ জ্ঞান)

_____________________________
➊ বাংলাদেশের যে জেলা দুই দেশের
সীমানা
= রাঙামাটি
➋ ভারত - পাকিস্তান চালুকৃত ট্রেনের
নাম?
= সমঝোতা এক্সপ্রেস
➌ বাংলাদেশের সাথে ভারতের
সীমান্তবর্তী
রাজ্য
কতটি?
= পাঁচটি
➍ পাহাড়পুর বাংলাদেশের যে জেলায়
অবস্থিত?
= নওগাঁ
➎ বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল
বিনিময় হয়
কবে?
= ১ আগস্ট ২০১৫
➏ বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত?
= বগুড়া জেলার মহাস্থানগড়ে
➐ বিলোনিয়া সীমান্ত বাংলাদেশের
যে জেলার
অন্তর্গত?
= ফেনী
➑ কুমিল্লার পূর্ব নাম?
= ত্রিপুরা
➒ বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার কোথায়
অবস্থিত?
= টোকিও
➓ আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম
দেশ?
= ব্রাজিল
………………………………………
………………………………………
➊ ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
= বুড়িগঙ্গা
➋ বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন
খামার
কোথায় অবস্থিত?
= সাভার
➌ পর্তুগীজ ভাষা থেকে আত্তীয়করন করা
হয়েছে কোন শব্দটি?
= বালতি
➍ তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ
করেন?
= এগারো নং
➎ স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট
সর্বপ্রথম
কবে চালু হয়?
= ৪মার্চ ১৯৭২
➏ ঢাকা পৌরসভা কত সালে প্রতিষ্ঠিত
হয়?
= ১৮৬৪
➐ স্বাধীন বাংলাদেশকে মার্কিন
যুক্তরাষ্ট্র কবে
স্বীকৃতি প্রদান করে?
= ৪এপ্রিল ১৯৭২
➑ হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?
= কক্সবাজার
➒ যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
= পদ্মায়
➓ বাংলাদেশে প্রথম কাগজকল চালু হয়
কতসালে?
= ১৯৫৩
…………………………………
➊ রোমানিয়া'র রাজধানীর নাম কি?
= বুখারেস্ট
➋ একনায়ক চসেঙ্কু যে দেশের
প্রেসিডেন্ট
ছিলেন?
= রোমানিয়া
➌ ভারতের জাতির জনক বলা হয় কাকে?
= মহাত্মা গান্ধীকে
➍ বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নেই
কোন
কোন দেশের সাথে?
= ইসরায়েল ও মালদ্বীপ
➎ বাংলাদেশে VAT এর হার?
= ১৫%
➏ জলকেলি উৎসব কাদের?
= রাখাইনদের
➐ পরিব্রাজক ফা-হিয়েন বাংলায় আসেন
কার শাসনামলে?
= দ্বিতীয় চন্দ্রগুপ্তের
➑ ঢাকা গেট এর নির্মাতা কে?
= মীর জুমলা
➒ সূর্যসেনের নেতৃত্বে অস্ত্রাগার লুণ্টন
হয়
কত সালে?
= ১৯৩০
➓ বিশ্বস্বাস্থ্য সংস্থা বাংলাদেশের
'হেলদি সিটি'
ঘোষণা করে কোন সিটিকে?
= চট্টগ্রাম
________________________________

Comments

Popular posts from this blog

বিভিন্ন খাদ্যে বিদ্যমান এসিড ও উপাদান এবং কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়........

২১ শে ফেব্রুয়ারি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান:

কিছু গ্রন্থের উপজীব্য বিষয়