General Knowledge(সাধারণ জ্ঞান)

আপডেট_তথ্যঃ
১.ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সমূহের সীমান্ত বাহিনীর নাম কী?
উঃফ্রনটেক্স
২. 'Presidential Year ' আত্মজীবনীমূলক গ্রন্থের লেখক কে?
উঃনেলসন ম্যান্ডেলা
৩.' Extradition Treaty' হলো-
উঃঅপরাধী প্রত্যার্পণ চুক্তি
৪.প্রাচীন নগরী 'পালমিরা' কোন দেশে অবস্থিত?
উঃসিরিয়া
৫.প্রিয়া বিহার প্রাচীন মন্দির নিয়ে যে দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে-
উঃথাইল্যান্ড ও কম্বোডিয়া
৬.রোহিঙ্গাদের উপর নির্মিত 'A Pair of Sandal ' চলচ্চিত্রটির নির্মাতা কে?
উঃজসীম আহমদ
৭.বংসামরো কোন দেশ হতে আলাদা হয়?
উঃফিলিপাইন
৮.' দ্রুজ' কোন দেশের সংখ্যালঘু সম্প্রদায়?
উঃ ইসরায়েল
৯.গুপ্তদেশ নামে পরিচিত -
উঃ উত্তর কোরিয়া
১০.আল কায়েদার অনলাইনভিত্তিক ইংরেজি ম্যাগাজিনের নাম কি?
উঃরিসার্জেন্স

Comments

Popular posts from this blog

বিভিন্ন খাদ্যে বিদ্যমান এসিড ও উপাদান এবং কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়........

২১ শে ফেব্রুয়ারি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান:

কিছু গ্রন্থের উপজীব্য বিষয়